Wednesday, April 11, 2018

// // Leave a Comment

সর্বশ্রেষ্ঠ কারামত


 হযরত জুনায়েদ বাগদাদী (রহঃ) –এর খেদমতে এক ব্যক্তি এসে দশ বৎসর থাকলো।  দশ বৎসর পর সে বললো, “হযরত! এতকাল থেকে আপনার খেদমতে আছি; কিন্তু কোন কারামত দেখলাম না!”

   মনে হয় লোকটি ছিল নির্বোধ।  তা না হলে এতকাল পর্যন্ত তাঁর খেদমতে থাকা সত্ত্বেও তাঁর কামালাত কিছু চোখে পড়লো না? তাঁর কামালাতের সামনে কারামতের কী-বা বা মূল্য যে কারামত দেখতে হবে?

   যাই হোক, হযরত জুনায়েদ (রহঃ) আবেগে ভরে উঠলেন।  বললেন, “হে বৎস! এই দশ বৎসরে তুমি কি সুন্নতের বিরুদ্ধে আমার কোন কাজ হতে দেখেছো?”

   লোকটি আরজ করলো, “হযরত! সুন্নতের খেলাফ কোন কাজ তো আজ পর্যন্ত আমি আপনার হতে দেখিনি!”

 তিনি বললেন, “তবে এর চেয়ে বড় কারামত আর কী দেখতে চাও? দশ বৎসর পর্যন্ত সুন্নত বিরোধী কোন কাজ না হওয়াটাই তো বড় কারামত। ”

   এই কথা শুনে লোকটির চোখ খুলে গেল।  সে আর কখনও কারামত দেখতে চায়নি। 

                    -এলেম ও আমল।  [পৃষ্ঠা- ২৫০]

***

0 Comments:

Post a Comment